কবি পরিচিতি

লালন ফকির জন্মগ্রহণ করেন ১৭৭৪ খ্রিস্টাব্দে নদিয়া জেলার অধীনে কুষ্টিয়ার চাপড়া ইউনিয়নের অন্তর্গত গড়াই নদীর তীরবর্তী ভাঁড়ারা গ্রামে।লোকায়ত বাংলাদেশের শ্রেষ্ঠ বাউল গুরু হিসেবে তিনি পরিচিত হন।তিনি মনে করতেন ' মনের মানুষ- ই তাঁর ঈশ্বর।' তাঁকে পাওয়ার জন্য মন্ত্রতন্ত্র বা তীর্থদশনের কোনো প্রয়োজন নেই।তিনি জাতপাতের উর্ধ্বে উঠে প্রকৃত মানবাত্মার খোঁজ করেছিলেন। লালন ফকির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন আধ্যাত্মিক সাধক। তিনি একাধারে সমাজ সংস্কারক,দার্শনিক ও মানবতাবাদী। তিনি বাংলাদেশে বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা।তাঁর গানে, গ্রামবাংলার সহজসরল মেঠো সুরে,মানবতার জয়গান শোনা যায়। কাঙাল হরিনাথ তাঁর সম্পাদিত পত্রিকায় বাঙালি সমাজের সঙ্গে লালনের গানের পরিচিতি ঘটান।১৯৫৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত লালন - গীতিকা নামক লালনের গান সংকলন থেকে "বাড়ির কাছে আরশিনগর" গানটি নেওয়া হয়েছে। তাঁর একটি উল্লেখযোগ্য গান হল"সব লোকে কয় লালন কি জাত"। ১৮৯০ সালের ১৭ ই অক্টোবর ছেউড়িয়ার আখড়া তে ১১৬ বছর বয়সে লালন ফকিরের জীবনাবসান ঘটে।

Popular posts from this blog

কবিতার সারসংক্ষেপ

বিষয় ভিত্তিক প্রশ্ন