বিষয় ভিত্তিক প্রশ্ন
১." বাড়ির কাছে আরশিনগর" কবিতায় ' আরশিনগর ' কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।
২." বাড়ির কাছে আরশিনগর / ও এক পড়শি বসত করে "- আরশিনগরে থাকা পড়শির পরিচয় দাও। কবির সঙ্গে এই পড়শির সম্পর্ক আলোচনা করো।
৩."বাড়ির কাছে আরশিনগর " কবিতায় বাউল তত্ত্ব কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো।
৪." বাড়ির কাছে আরশিনগর" কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।